জীবন বদলে যায় সময়ের সাথে-
বিধি-বদলে যাওয়া ,
কিবা আসে যায় এই দুনিয়ায় তাতে-
চাওয়া বা না চাওয়া ;
কারোরি চোখের জল আজকের তরে
আর পুরাতণ স্মৃতি ,
পারেনা বদলে দিতে বদলের বিধি
অন্ধ আবেগের প্রীতি ;
ফেলে যাও যত আছে চোখ ভরে জল
পাষান বিধির তল,
গলবেনা কোনোদিন ভীষণ কঠিন
বিধি- নিয়মে অটল।
থেমে রইতে চাওয়া সুখ অবসরে
বিচ্ছেদে চোখের জল ,
হয়না সফল জীবনে ক্ষণিকেরো তরে -
সময় ফিরে চায় না-থেমে রয় না-
এগিয়ে চলা স্বভাবে অচল।