শান্তি নেই ঘরের কোণে
    দুজন হলেও মতের অমিল,
নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে
      করতে চাই কাজ হাসিল ;
শান্তি নেই পাড়ার মোড়ে
      শান্তি নেই গ্রামে শহরে ,
  রাজ্যে রাজ্যে দেশে দেশে
        অশান্তির প্লাবন যাচ্ছে ভেসে।
আমার কথাই মানবে তুমি
     তোমার কথা মানি না ,
ভালো মন্দ হোক না কেন
    আমি কিন্তু জানি না ;
যাকিছু পৃথিবীর সব আমার
   ভাগ করে ভোগ করবো না,
আমার ইচ্ছা না মানলে আমি
    তোমায়  কিন্তু ছাড়বোনা;
সবার আমি উঠেছে জেগে
     আত্ম সুখের মন্ত্র নিয়ে,
জগৎটাকে করতে ভোগ  
      আছে  যত শক্তি দিয়ে।
তাইতো আজি হানা হানি
     ঘরের কোণে দূরের বনে,
আকাশে বাতাসে বারুদের গন্ধ
     শংঙ্কা লাগে মনের কোণে;
কেবা থাকবে  বেঁচে শেষে
    ভোগ করতে একা বসে ,
দুই মোরগের করুণ মৃত্যু
     ক্ষত বিক্ষত লড়াই শেষে।
ইচ্ছে নয় চলো আদর্শ  মেনে
    আসবে শান্তি মিলবে সম্পদ ,
নইলে দ্বন্দ্ব সংঘাত অতৃপ্তি শুধু
  আনবে জীবনে ভীষণ বিপদ।