ভেবে ভাবে কি হবে
      তোমার সঠিক ভাবনার
                   বাকি সবার কাছে-
      আজকে দিনে কিবা  মূল্য  আছে ?
সবাই যেটা ভাবে
সমূহিক ভাবে সেটাই  ধরে চেপে
                       রেওয়াজ হয় ঘরে ঘরে ,
     ভালো মন্দ পারে না নিতে মেপে  
               মনটা লতার মতো নুয়ে যায়  
                               সামাজিক ঝড়ে ।
ভালো মন্দের মাপকাঠি
           ওজনের 'পরেই ঠিক হয়
           সত্য অসত্য মূল্য হীন রয়-
            দশ চক্রে ভগবান হয়ে যায় ভূত ,
প্রশ্ন জাগলে মনে চেপে যাও
            নপুংসক যদি সন্তানও জন্ম দেয়,  
তোমার কি আসে যায় বলো-
            যদি  বিধবার কোলে আসে গর্ভের সুত।
কিন্তু আমিযে কথা  
                  বলতে চাই
মানা না মানা মূল্য হীন হলেও
              বলব সে কথাই।
জীবনটা যদি বেঘোরে না  দিতে যা চাও
       মনের ভিতরে কষ্ট যতই লাগুক      
         একদন হয়ে যাও  চুপ  !!!