মানব জীবন শুধু এক অনুভব
অনুভবে আসে জীবনের স্বার্থকতা -
শুধু রসেবশে নয় ধনেজনে নয়
বাঁচার সুখ নয় বাধা হীন বিলাসিতা।
প্রতিপল স্বপ্নের মতো চলে যায়
জীবনের সুখে দুঃখে বাচার সময়,
বিলাসী জীবনে যেখানে নেই কোনো
ঘাত প্রতিঘাত বন্ধুরতা -শুধু সুখময়
সেখানে সেই অনূভব সম্ভব নয় ।
বিলাসি জীবন শেষে মৃত্যুভয় এসে
যখন কড়া নাড়ে মনে-বিচ্ছেদ বেদনে,
মনে হয়-যদি পাওয়া যায় কিছু দিন -
কেড়ে আনবো সুদিন ফির পৌঁছে যাবো
সেই বিলাসের সুখ বিন্দুতে বাঁধাহীন;
কিন্তু জীবন তো অনুভব-শেষ হয়
গল্পের মতো সমাপ্তির উপসংহারে ,
অসমাপ্ত-আবার শুরু হতে কি পারে।
বিধি জগতের সৃষ্টি ধ্বংস নিয়ম রচে
বিধি মেনে বিধির নিয়ম জেনে বাঁচা
সেই অনুভবে আছে বাঁচার স্বার্থকতা,
বিধাতার সৃষ্টি-ধ্বংসের চিরন্তন সুর-
অনুভবে হৃদয়ে লাগে জীবন মধুর ।
জীবনের শেষে বলতে পারবে হেসে
হে মহান তুমি সৃষ্টি ধ্বংসের বিধি
বিলয় করে দাও আমারে সেই সুরে
তোমার দুঃখ সুখ আনন্দের নীড়ে।