জীবনটা  যদি হত ফুলেরই মতো
সবদিকে পূর্ণ হয়ে সুসার্থক হতো
অবনী পরে ফুল ফোটে সবার তরে
মধুর সুবাস দিয়ে ক্ষনিকেই ঝরে,
তবুও ফুল কোনোদিনও করে নাই
আপন ভাগ্যরে লয়ে দুঃখের রোদন
বলেনা কেহ ফুল হয়ে জনম লয়ে
হয়েছে ব্যর্থ  ফুলের সুন্দর জীবন।
শুধু দৈর্ঘ্য প্রস্থে নয় মানব জীবন
নয়তো রূপ সৌন্দর্য সুখের সাধন,
যার তরে সবার চোখে অশ্রু ঝরে
সবাই যারে মনমাঝে আপন করে;
ক্ষুদ্র হলেও সেই মানবের জীবন
ধন্য হয় ধরণীতে ফুলেরই মতন।