তমসায় অনুপ্রাণিত হয়ে
        রাজদণ্ড হাতে লয়ে
              যারা করে রাজ্য শাসন ;    
প্রজার রাজা সে নয়
         রাজবেশে রাক্ষস হয়
             সবার ধনমান ধ্বংসের কারণ।  
যদি কিছু প্রজা দুষ্ট হয়
     ভয়ের কারন তা নয়
            রাজা অবহেলে করবে দমন
কিন্তু রাজা যদি নিজেই দুষ্ট
        কে করবে তারে শিষ্ট
               প্রজাসব করবে অনুগমন।
আমার দেশের প্রিয় জনগণ
             চিনে রাখ সেই নেতাগণ
                    ক্ষমতায় করে দুর্বৃত্তায়ন ভীষণ ত্রুটি    
  লাথী মেরে দূর করো তারে
          তোমার এক অঙ্গুলি ভরে
                ক্ষমতায় বসে তোমাকেই করে ভ্রুকুটি ।