জন্ম হলে মৃত্যু যদি
ধ্রুব সত্য হয়,
মৃত্যু হলে জন্ম তবে
মিথ্যে কভু নয় ।
সুখে পেলে দুঃখ হবে
এ সত্য নিশ্চয়,
শীত এলে গ্রীষ্ম আসবে
মিথ্যা কিছু নয় ।
সুখ দুঃখ জন্ম মৃত্যু
তবে কি সত্য নয় ?
চোখের দৃষ্টিতে আর
মনের আয়নায় ;
নদীর ঢেউ-আর জল
যেমনি চোখে দেখা,
অন্তর নেই-দেখার তফাৎ
নিয়তির লেখা।