চলে যায় জীবনের সময়
বাঁচার জন্যে অর্থের সন্ধানে
পদে পদে নানা জটিলতা
সময় যায় সমস্যার সমাধানে;
পারিবারিক সামাজিক ব্যক্তিগত
মা বাবা প্রিয়জন স্ত্রী সুত সুতা
গড়ে ভাঙে প্রতি ক্ষনে ক্ষনে
জটিল সম্পর্ক জাল মনের লূতা ।
কিন্তু এত পরিশ্রম করে
যার জন্যে বাঁচি সবাই-
কিভাবে পাবো ইপ্সিত তারে
যেন সেটাই ভুলে যাই ;
আসেনা কখন সেই সময়-
বাজেনা কখন সে সুখের বাঁশি,
উদ্বেগ আর বৃথা চিন্তায় -
উর্বর সময় সব বয়ে যায়,
সুখের মুখে আগুন দিয়ে
নিজের জীবনের কাল নাশি।
কিহবে দিয়ে এমন জীবন -
একে চটকে তাকে চেপে ধরে,
হবে কি জীবনে সুখের বপন
সময় যাবে শুধু দুষ্ট ঘোরে;
অসক্ত করবে জড়া এসে
মরেই তো যাবে শেষে ।
তবুও যায়না জিঘাংসা
চেপে রাখি কষ্টের দুরাশা
(ভাবি)সময় এলে ধরবো চেপে
পূর্ণ হবে সকল আশা।
আসেনা সময় জীবন ধরে
হয়না পূর্ণ দুষ্ট অভীপ্সা
মরার সময় খেদে উক্তি
সুখের আশা শুধু দুরাশা।