তোমায় নিয়ে স্বপ্ন আমার
সারা ভুবন জুড়ে
কেমন করে সত্যি হবে
ভাবছি হৃদয় পুরে।
স্বপ্ন কখনো হয়না সত্য
তাইতো মনে ভাবি
তোমায় দেখে ভাবছি যেটা
মিথ্যে হবে নাকি।
জীবনটাতো স্বপ্নের মতো
তবুও মিথ্যে নয়
স্বপ্নের মাঝে দেখা তোমায়
মিথ্যে কেন হয়।
যদিনা হৃদয়ে তোমার জন্যে
ফুটল প্রেমের ফুল
মিথ্যে স্বপ্নে বলনা কেমনে
হয় হৃদয় ব্যাকুল।
বাড়ে বাড়ে খুঁজি তোমারে
আঁখি দুটি আকুল
খুঁজে পাইনা সুখের তরী
হারায় মনের কুল।