আমি ঘূর্ণায়মান বাষ্পের মতো
উতপ্ত হলে আকাশে উড়ে যাই;
আর বৃষ্টি হলে, মাটিতে পড়ে যাই;
বাতাসের মতো মিশে থাকি,
অক্সিজেনের সাথে কথা বলি,
কার্বন-ডাই-অক্সাইড এর সাথে  
মৃত্যুকে গ্রহণ করি।।
মৃত্যুর অপেক্ষায় সময় গুনি,
নিকোটিন আস্বাদনে ভালোবাসি,
কষ্টের সাথে কথা কই।
ভালোবাসায় অপূর্ণতা থাকে,
তবুও ভালবেসে যাই;
প্রতিটি অশ্রুসিক্ত হৃদয়ে
দেখা হয় আমার,
সব ভালোবাসা ভালো থাক
বেঁচে থাক সব পূর্ণতা,
আমার জীবন বিসর্জনে।।