প্রতীক্ষায় বসে থাকা এক নিশি,
আমার মনে বিষণ্ণতা একাকীত্বের ;
ভালোবেসে কি দিতে পারলাম,
কথা বলা হলো না সঠিক ভাবে,
আমি ইচ্ছে করে বলতে পারতাম,
আমি ভালোবাসি তোমায়।
কিন্তু বলতে গিয়েও বলা হলো না
যদি ঠোঁট কেঁপে উঠে,
অথবা, তুমি যদি না করে দাও
এই ভেবে আর বলা হয় নি।
আমি ব্যর্থ,
আমি কবি হয়ে আজও ব্যর্থ।