আমি মৃত্যুর মুখোমুখি হই রোজ
আমি অগ্নির দেখি খেলা
আমি মৃত্যুর দেখি আহাজারি
আমি বৃষ্টিতে ভাসিয়ে দেই ভেলা
আমি কষ্টের সাথে কথা কই
আমি বন্যার জলে ভাসি
আমি দিনের শেষে সূর্যের মুখে
দেখেছিলাম তোমার হাসি,
আমি নিকোটিনের কালো ধোঁয়া হয়ে
মৃত্যুর পেয়েছি স্বাদ,
আমি আস্বাদনে করেছি গ্রহণ
তবুও সবাই ভালো থাক।