শুনেছি ভালোবাসা নাকি খেলাঘর ;
তুমি ভালোবাসা দিয়ে নাচালে আমায়
আমি হই সেই বাঁদর।
ভালোবাসার আভা যে দিন লেগেছিল
আমার মনের প্রতিটি কোঠায়
সেদিনও হলো না বোঝা ভালোবাসা,
ভালোবাসা নাকি প্রেমের খেলাঘর।
তোমার অস্তিত্বে আমার ভালোবাসা  
আয়নার স্বচ্ছ সিলিকনের একফোঁটা বিন্দু।  
ভালোবাসার এই খেলাঘরে ;
তোমার চলে খেলা      
ঠিক যেমনটি তুমি খেলেছিলে,      
আমায় নিয়ে এবেলা-অবেলা।
আমার ভালোবাসা তুমি কর হেলা
তোমায় ভেবে যায় আমার প্রতিটি বেলা।।