জানো মা,
তোমার বৌমা না খুব মিষ্টি,
মাঝে মাঝে কথা বলে,
আর মাঝে মাঝে মা,
তার চোখে আসে বৃষ্টি।
জানো মা,
তোমার বৌমা মাঝে মাঝে
আমার সাথে দেয় আড়ি;
কথায় কথায় মা,
তার ছিলো অনেক বাহাদুরি।
জানো মা,
তোমার বৌমার চুলায় ভাতের হাড়ি,
সাথে ছিল নানারকম তরকারি,    
রান্না যদি খারাপ বলি মা,
সে আমার সাথে করে আড়ি।
জানো মা,
তোমার বৌমার রাগটা অনেক ভারী,
রজনীগন্ধা দিয়ে সাজিয়ে দিলে মা,
সে বলতো আমায় সরি।
জানো মা,
তোমার বৌমা সাজতে ভালোবাসে,
আর মিষ্টি মিষ্টি হাসে মা,
আমায় অনেক ভালোবাসে।।