আমার প্রিয় দ্বিজেন দাদু
ভালোবাসেন বৃক্ষ,
ঘরের বাহিরে বাগান তার
ফুল গুলো সব শিল্প।
বৃক্ষ প্রেমিক বলে তিনি
বৃক্ষ সখা নামে,
স্কুল কলেজে বৃক্ষ লাগান
প্রকৃতিরই টানে।
অক্সিজেন হলো শিল্প তার
কার্বন হলো গল্প,
বৃক্ষ সখা দ্বিজেন দাদুর
বৃক্ষ কথার গল্প।
বৃক্ষ তিনি অনেক লাগান
বলেন অল্প-সল্প,
ঢাকার কলেজ নটরডেমে  
দেখবে তার বাগান করে গল্প।
বৃক্ষ গুলোর নাম যে অনেক
সবাই তা না জানে,
বৃক্ষ গুলোর নাম যে দাদু
অনেক  নামে চিনে।
এই পৃথিবীর বৃক্ষ গুলো
থাকবে  যতো কাল,
বৃক্ষ সখা দ্বিজেন দাদুর
নাম রবে ততো কাল।।