তোমার ছলনায় দেওয়া মিথ্যে ভালোবাসায়,
জ্যোৎস্না রাতের আঁধারে অজানা অপেক্ষায়!
মনে উঠে তোর জন্য এক অতৃপ্ত হাহাকার?
কখনো কেঁদে গঙ্গার বিসর্জনে হই নিরাকার;
তোমার চলে যাওয়ায় তৃপ্ততা ছিল না আমার,
প্রশ্নের উত্তর নেই বলে কি একান্ত চলা তোমার;
কি কারণে চলে গেলে আমায় ফেলে সেই তুমি,
আত্মার সাথে আত্মার প্রেম ছিল বলে আমার;
উন্মাদ প্রেমিক বলে তোমার প্রেমে এই ব্যভিচার,
জীবন কবিতার পাতায় দিলাম তোমায় স্থান;
সেই তুমি ছেড়ে গেলে আমায় করে প্রস্থান,
প্রেমের নামে ছলাকলা আমায় করে উপেক্ষা;
প্রকৃতি তোমায় সঠিক প্রেম শিখিয়ে দিবে দীক্ষা।।