ধরণীতে করোনার মাঝে,
আগমনী সুর বাজে;
মা যে এলো ধরা তলে,
শান্তির ধারা বহে অতলে।


এসেছে মা নতুন প্রকৃতি,
এ কেমন রুপে সেজে;
বৃষ্টির বর্ষণে ভেজে,
প্রকৃতি মা সাজে বধূ বেশে।


সূর্য উদয় থেকেই শুরু,
পশ্চিমেই অবসান;
ষষ্ঠী থেকে হলো পূজা,
দশমীতে বিদায়ের গান।।