একূল অকূল দুকূল ছেপে
এসেছে ফণী।
অগণিত জলে বর্ষণ মেঘে,
ভূমিষ্ঠ তুমি।।
কেন এসেছ এই ধরা মাঝে
অকাল বোধনে,
দেখা দিলে উপকূল নিয়ে
সারা বাংলায়,
বর্ষিত তোর হল ধ্বনি।
১,৩,৭ সংকেত বাজিয়ে
উপকূল ভেঙ্গে আসলি
তুই নেমে
এই ভূমি মাঝে ;
ভেঙ্গে গেল তোর অহংকার
চূর্ণ হল ফণী ।