সমাজের স্তরে স্তরে শতো অনাচার,
লোক মুখে শুনেছি কতো অবিচার;
একভাগ ভালো কাজ, বাকি অন্যায়;
কলি যুগে এসে কি পড়ে গেছি শংকায়!


জাতের বাহার ছিলো মানুষেই বলে,
সমাজটাই চলে গেল জাত কলে;
বুঝি নাই কিছু আমি,কি বলি হায়
সমাজ কতো রূপে দেখা দেয় আমায়;


রঙের মানুষ ছিলো রঙে বসবাস,
ব্যবহারে ফুটে উঠে সেই আভাস;
কথা অতি মধুময় শুদ্ধ আচার,
চলনে-বলনে ফুটে উঠে ব্যবহার।।