উদাস মনে চেয়ে আছি সুদূরে,
বেলা গড়িয়ে এসে ছিলো দুপুরে,
কবি দেখে বলে ছিলেন;
তুমি কি সেই কবিতা?
ক্লান্ত পথিক বলে উঠিলেন
এই যে সঞ্চিতা ।
কবি বলেন এতো অভিমান!
কেন হলো?
তোমার আজ এতো মান!
কথা বলতে পাইনি সুখ,
দুঃখ বিষাদে মনে ধরেছে অসুখ ।
কবি বলেন,
হাসি আনন্দ ভাগ করে নাও
যোগ বিয়োগ এর খাতায়,
মন খুলে কথা বলো
আনন্দ এসে দেখা দিবে,
তোমার পাতায় ।
সঞ্চিতা আজ খুব কথা বলে,
হাসি আনন্দে যায় বেলা;
কবির আজ সময় কাটে না
মনে পরে,
তোমায় রোজ সন্ধ্যা বেলা ।।