লজ্জা তুমি হলে লক্ষী,
লজ্জা তুমি কূকর্মে হলে অলক্ষী;
লজ্জা তুমি হলে সামাজিক,
লজ্জা তুমি কখনো হও অসামাজিক ;
লজ্জা তুমি থাক ব্যবহারে,
লজ্জা তুমি ভাঙ্গ সব আবদারে;
লজ্জা তুমি হলে কর্মে,
লজ্জা তুমি থাক অনেক কূকর্মে;
লজ্জা তুমি হলে সবার,
লজ্জা তুমি সময়ের কর সদ্ব্যবহার।।