দূর থেকে চেয়ে দেখবো তোমায়,
ঘরের কোণে একলা মনে;
রক্ত লোহিতকণা প্রবাহিত হবে
আমার   শরীরে   যতক্ষণ,
রক্তের ফোঁটা পড়বে আমার
ধরিত্রী মাতার কোলে।
কষ্ট গুলো রক্ত ছিটিয়ে
দেহ অবসাদে মৃত্যু ঘটাবে,
রাজকন্যা হেসে বলবে বোকা,
ভালবাসা কি এতই সহজ!
ধন-রত্ন আর সময়ে হয় সব,
রাজপুত্র বলে তবে ভালোবাসা
আমায় কি করলো প্রতারক?
রাজকন্যা বলে আমি সুন্দর তাই,
কতো সম্রাট নিতে চায়
তাহার সঙ্গিনী করে।
রাজপুত্র বলে তবে মৃত্যু ভাল
আমি চলে যাব সুদূরে,
ভাল থেক রাজকন্যা সমুদ্রের ওপারে।।