তুমি আমার সেই চিরচেনা প্রাক্তন
হঠাৎ, একদিন দেখা চলার পথে
কেমন চেয়েছিলে আমার দিকে ;
না দেখা, সেই দু-চোখ বাঁকা দৃষ্টিতে
সবকিছু কেমন অদ্ভুত লাগে আজ,
যে আমি ছিলাম তোমার চোখের মণি ;
ভাবনা গুলি আজ ধোঁয়াশার মায়াজাল,
এখন মন ক্যানভাসে সব ওই প্রতিচ্ছবি;
আমার লিখা উপন্যাসের নায়িকা তুমি,
জানি তোমার অনুভূতিতে নেই আমি;
তোমার অভিধানে আমি শব্দের ব্যাখ্যা নেই
নেই কোন অর্থ, নেই তার কোন তাৎপর্য ;
তবুও হেটে যাওয়া নিরন্তর তোমার বিপরীতে।।