প্রকৃতি নাকি মানুষ কে সাজিয়েছে তোমায়?
যেন এক সারি থেকে, অন্য সারিতে হারাতে চাই;
তিনটি পাতা একটি কুঁড়িতে তোমায় বেশ মানায়।
তোমার সাথে দেখা, পাহাড়ে সবুজের নীলিমায়;
যেখানে আমি উড়িয়ে দেব, মনের সব কথা;
তুমি কি হে প্রকৃতি বুঝে নেবে প্রেমের বার্তা?


আমি বসে এখন ভাবি সেই কথা, হে প্রকৃতি;
যেখানে লিখা ছিলো, চা শ্রমিকের হাজারো কথা;
শ্রমের ঘামে কষ্টার্জিত শ্রমিকের লিখা কবিতা ।।