সমাজের প্রতিটি স্তরে যার বাস,
মা সে কি করে করবে সর্বনাশ;
মা শুনেছি একহাতে তালি বাজে না,
তবে একি প্রবঞ্চনা এলো সমাজে;
যেখানে মা এক হাতে হাজারো তালি বাজে,
মা ধর্ষনে ধর্ষনে ছুঁয়েছে সমাজ;
সামাজিক শিক্ষার ছিলো যতেষ্ট অভাব,
মন্দিরে,মসজিদে,চার্চে এ কেমন অবক্ষয়;
গুরুর হাতে হলো ধর্মের ক্ষয়,
মা সুন্দরের মাঝে অসুন্দরের ব্যবধান;
সমাজচ্যুত হলো মানুষের সব জ্ঞান    ।।