মেডিকেল ডাক্তার আমি
সঞ্চিতা গোস্বামী পূজা
পড়াশোনায় বেস্ত বেশী
সময় করে সোজা
কথা বলার সময় পাই কম
কখনো অল্পস্বল্প
আমার কবি অমিয় বাবু
রোজ করেন গল্প
পড়াশোনার একটু ফাঁকে
ফেইসবুকে হয় কথা
শুভ সকাল,শুভ দুপুর,শুভ সন্ধ্যা
আমার ছিল তাঁহার সাথে কথা
মন্দ-ভাল সব বিষয়ে
দিতাম থাকে সাজা
রাগ তাঁহার বেজায় কম যে
আসতেন আবার ফিরে
কথার বলবার বাহা নায়
কবিতা দেন উড়িয়ে  
ইচ্ছে আমার ইচ্ছে যে হয়
বলবো অনেক কিছু
কবির কবিতা দেখবো এসে
শিখবো অনেক কিছু
ভালবাসার কবির সাথে
মেসেজে করি পিছু
হাসি খুশি থাকি আমি
মা-বাবা ছিলো সবকিছু ।