আমরা এনেছি সবাই মিলে এ কেমন স্বাধীনতা,
এটা কি তবে স্বাধীনতা না সাম্প্রদায়িকতা?
এই বাংলায় কেন মা'য়ের ছেলেরা হারায় নৈতিকতা!
দস্যু খুলে মা'র শাড়ী একি ছিলো ধর্ম নিরপেক্ষতা?
অষ্টরম্ভা অসুর করে নিত্য মাতাল হওয়ার তালে,
মাটির প্রতিমা ফেলে দিলে কি হবে দিঘির জলে?
ভক্তি শ্রদ্ধা থাকবে মোদের মা'য়ের চরণ কমলে,
প্রকৃতি ভেঙে কি হবে তোর মরতে হবে দাবানলে;
মা যে হয় প্রকৃতি তুই বুঝবি কি কোন কালে?
গাছপালা,মাঠ,নদী,নালা,জল দেশটা যে মা হয়;
মায়ের প্রতিমা ভেঙে বলিস সাম্প্রদায়িকতার জয় ।।