এ কেমন প্রেম রং রোডে!
যে প্রেমে বিশ্বাস নেই একটুও;
মেসেজে কেমন বিরক্তির ছোঁয়া,
কথা না বলার হাজারটা বাহানা,
ফোন কল কেটে দিয়ে;
তোমার স্বাধীনতার জয় উল্লাস।
এ কেমন প্রেম রং রোডে!
যে প্রেমে অনুভূতি নেই একটুও;
যেন প্রেমের উন্মাদ খেলায় মত্ত  
এক বালক বালিকার ;
কথা না বলায় প্রেম ধরা দেয়,
মিষ্টি বলে উত্তর চায়;
হাজারো বার ভালোবাসার।।
এ কেমন প্রেম রং রোডে,
যে প্রেমে সত্য ছিলো অনেকটুকু;
ছিলো না তার ভালোবাসা,  
বিসর্জন হতে গিয়ে পেয়েছিল;
তোমার প্রেমের স্পর্শ
যেন সামাজিকতা রক্ষার উপায়।।
এ কেমন প্রেম রং রোডে,
যে প্রেমে শুধু তীব্র হাহাকার;
নেই ভালোবাসা নেই প্রেম,
শুধু তোমার জন্য আর্তচিৎকার;
রাত্রি কাটানো অশ্রুর জল,
ছিলো প্রেম ছিলো ভালোবাসা ;
এ কেমন প্রেম রং রোডে।।