কতো যুগ পার করে এসেছি সুদিনের অপেক্ষায়  
জানি না, কবে হবে দেখা সেই সুদিন
থেমে যাবে সব ধর্ষণ, ভেঙ্গে যাবে অহংকার
মানুষের মাঝে জাগ্রত হবে মনুষ্যত্ব;
জানি আসবে সুদিন সময় ছিলো প্রতিক্ষায়,
ভালোবাসায় থাকবে না কোন ব্যবহার;
শুধু থাকবে শতো শতো আদুরে আবদার,
আমি জানি, ঠিক আসবে সেই সময়
তোমার হাত ধরে যখন হাঠবো হয়তো তখন;
নয়তো সমাজের ব্যভিচার ভেঙ্গে আসবে,
যেখানে থাকবে না কোন জাতপাত;
এই পৃথিবীর সবাই হবে মনুষ্য জাত,
নারী পুরুষের থাকবে সমান অধিকার;
কথায় নয় কাজেও থাকতে হবে তার ব্যবহার,
সকলের সাথে মিশে যেতে থাকবে না দ্বন্দ্ব;
পৃথিবীর অগণিত ফুলের মাঝে ছড়াবে সেই গন্ধ,
মানবতার বেড়াজালে থাকবে সবাই বন্ধ ;
একের বিপদে অন্যের ঝাপিয়ে পড়া ছিলো ছন্দ,
অন্ধকারে সবাই হবে আলোর যাত্রী;
মনুষ্যত্বে জাগ্রত হউক পার্থ সারথি,
কেন জানি, মনে হচ্ছিল আসবে সেই সুদিন
যেদিন থাকবে না ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান;
শুদ্ধ চিন্তা ভাবনায় খুঁজে পাব সেই সুদিনের সন্ধান।।