আমি থাকতেও তোমার চলে যাওয়া,
এখনো মনে বিভীষিকা তৈরী করে;
কেন জানি চলে গেলে অস্পষ্ট তুমি,
তোমাকে বোঝার জন্য হয়তো;
হাজারো জনমের তপস্যা বিফল!
ভালোবাসা কি টাকাও সময়ে হয় বিক্রি,
আবার বলছি তোমায় শোন প্রিয়;
অসময়ে আসা ভালোবাসা গুলো কি,
ঠিক ভালোবাসা না তোমার কাছে;
পুষ্পের বাগানে ফুটে থাকা অযাচিত পুষ্প,
যে পুষ্পের ব্যবহার হয় না কোন প্রার্থনায়;
আমি হয়তো অযাচিত সেই পুষ্পের ন্যায়,
এই জন্যই তুমি চলে গেলে না অন্য কারণ;
তবে কি না বলা কথায়,ফুটে উঠে তোমার ব্যাকরণ।