বৃষ্টির একটা আলাদা গন্ধ আছে
খুবই বিদঘুটে লাগে আমার নিকট
তবু বৃষ্টি আমার প্রিয়।।
টপাটপ্‌ কিংবা মুষলধার যখন  বর্ষন শুরু হয়
পাতার মর্মর শব্দ বন্ধ হয়ে যায়
বৃষ্টির ছলছল জল ধারায়...
নীড়ে ফিরতে না পেরে পাখিগুলোও
একটা আশ্রয় খুঁজে ঠায় নেয়ার
মেঘেরা রাগ শেষে যখন জলকণা হয়ে ঝরে পড়ে
তখন ইচ্ছে হয় তোমার আচল ভিজিয়ে দু কদম হাটো আমার সঙ্গে
ভালোবাসার রঙ ছড়াবো অঙ্গে
আবার যেনো হারিয়ে যাওয়া যায় প্রকৃতির এই মায়াময়  
আনন্দ বিষাদের খেলায়...।
তোমাকেই খুঁজি  তোমার শহরের প্রতি
গলিতে এই অবেলায়...।