রাত্রে প্রথম প্রহরে ছুটে চলা
ক্রোশের পর ক্রোশ কখনো বা হেটে
কখনো বা মনুষ্য সৃষ্ট যানে
মস্তিষ্কের কোটরি গুলো সংবেদনী বাণীতে
নৃত্য করে চলেছে তোমারি হাস্যোজ্জ্বল স্মৃতির স্মরণে
ঘণ্টা দেড়েক পর তোমার নগরী তে পদার্পণ
শহর যেনো ঘুমিয়েছে নিস্তব্ধতার আবডালে
কেউ কেউ হয়তো বুনছে স্বপ্ন হৃদয় গহীনে
যে গল্পে শুধুই ভালোবাসা কিংবা জীবিকার
ক্লান্ত পথিকের ন্যায় পা গুলো যেনো বড্ড পরিশ্রান্ত
তবুও যেনো হৃদয়ে তোলপাড় তোমাকে দেখার
পথের কাছে পরাজয় মেনে নেবার নয়,
অতঃপর ছুটে চলা
ঝুল বারান্দায় আবছা আলোয়
অপ্সরীর ন্যায় তুমি এসে দাডালে
আমি যেনো হাতের কাছে চন্দ্র পেলাম
অনুভূতির গুলো দল ছুট হয়ে মস্তিষ্কে চলে যাচ্ছে
বার্তা তার শুধু তোমার তরে
ভালোবাসা প্রিয় সবটুকু তোমার জন্য
আমার অন্তঃপু্রে ।