মানবী তোমার কাছে যেতে চাই
রিক্ত হৃদয়ের কোনে এক মুঠো স্বপ্নের খোঁজে, অনলে পোড়া এই নিখিল
তোমার চোখ জোড়ায় তাকিয়ে কিঞ্চিৎ
শান্তির সন্ধানে।
মানবী তোমার অতি নিকটে যেতে চাই
তোমার দুঃখ ছুয়ে তব চিত্তের গহীনে
ক্ষুদ্র সুখের সঞ্চারনের ভূমিকা হতে চাই
মানবী তোমার অপূর্ণতার শিকলে ছিড়ে
তোমায় পরিপূর্ণতার মুকুটে সাজিয়ে দিতে
তোমার কোমলতর স্পর্শের ছোয়া নিয়ে
অপার সমুদ্রে ভেলা নিয়ে হারিয়ে যেতে চাই
মানবী তোমার কুঞ্জকাননে প্রবেশ করতে চাই
সুভাষিত ফুলেলে মুগ্ধ হয়ে তোমার
স্নিগ্ধতায় নিজেকে মাখিয়ে
অব্যক্ত সকল শব্দ গুচ্ছের পঙক্তি নিয়ে
তোমার তরে ভালোবাসার কাব্য সাজাতে চাই।
মানবী আমি তোমার প্রণয়ের শেকলে
বাধা পড়ে মুক্ত আকাশের অসীম সীমায়
আমার ভালোবাসা ছড়িয়ে দিয়ে
তোমাকে বলতে চাই ভালোবাসি-তাই ভালোবাসি।