নিজস্ব মহিমায় সেজেছে এ রজনী
ঝিঁঝিঁপোকা শব্দ ভেসে আসছে কানে..
কিছুটা বিরক্ত করে তুলছে আমাকে
আমি প্রাণপণে মনোযোগ দিতে চাচ্ছি শুধু এক মানবী কে ঘিরে
জল জোছনার আলো মাখাবো তার গায়ে..
যতই ভাবছি আমি ততই যেনো ডুবে যাচ্ছি শব্দের ভেতর-
না এ শব্দ যেনো আমাকে তোমার বাচ্য শুনতে ব্যস্ত করে তুলছে -
তুমি মানবী
তুমি আমার সজনী
আবার তুমি ই মনের রানী।