একটা দিনের কথা শুনবে?
স্নিগ্ধ সকালের গল্প শুনবে?।
তপ্ত দুপুরে মরুভূমির বুকে হারিয়ে
মরীচিকা অন্বেষণের কথা শুনবে?
একটি মেঘ মুক্ত আকাশের নীলাদ্রি আভায় মনঃ মুগ্ধ হয়ে চেয়ে থাকার বাচ্য শুনবে?
একটি পড়ন্ত বিকেলে কুড়ি আঙ্গুলের মিলনায়তনে খুনসুটি শুনবে?
সন্ধ্যাতারার আবগাহনে নিয়ন আলোয় ফুটপাথের অট্টহাসির রহস্য কর্ণকুহর করবে?
জ্যোৎস্না রাতের দুটি আত্মার কাছাকাছি বসে প্রেমালাপ শুনবে?
নয়নাভিরাম আখিযুগলের সমুদ্রগাহনের মত দর্শন শাস্ত্রের সেই মানবী যেন সকল কিছুর আধার। কেড়ে নিয়ে এই সকল কথা আমার।শুনতে চাও যদি তবে
প্রবেশ করো আমার বুকের গহীনে
দরজায় টোকা দাও।শুনতে পাবে তখন হৃদকম্পন জানান দিচ্ছে সব তোমাকে।