আমি বললাম তোমাকে
তোমায় ভালোবাসি প্রিয়
তুমি মুখটি নিলে বাকিয়ে
হাসলে নাকি হেসে উড়িয়ে দিলে বুঝতে পারলাম না
আমি ভাবলাম তুমি হয়তো খুশি হয়েছো শুনে।
আমি বললাম তোমায় কতখানি ভালোবাসি তা যদি তুমি বুঝতে
তুমি বললে মানব মন আলাদা কেউ বুঝতে বাধ্য নয়।
আমি বললাম তোমাকে খুব দেখিতে ইচ্ছে করে
তুমি বললে আমাকে একই
ভূখণ্ডে থাকি আমরা, দেখা যেকোনদিন ই হতে পারে।
আমি বুঝলাম তোমার অভিসন্ধি
তাই তো পণ করিলাম
বলবো না আর তোমায়
করবো না কোনো জোরাজুরি
করবো না বন্দনা রিক্ত হৃদয়ের
তোমার তরে লক্ষ্য করে সহস্র শব্দের পঙক্তি মালা।