শহর জুড়ে শূন্যতার বিস্তার
যাত্রী নেই রাস্তা টার ওপার,
অসাড় সে বটবৃক্ষ তলে নেই একটি পক্ষীও
শহর জুড়ে হাহাকার
দেয়ালে জমেছে শ্যাওলা
পরিষ্কার করার নেই কোনো অঙ্গিকার
শহর জুড়ে যে প্রতিজ্ঞা ভঙ্গের মিছিল
ঐ তো দেখা যাচ্ছে
মানব ছুটছে কান নিয়েছে নাকি চিলে
হৃদয় এর ঢেউ শীতল
ভীড় ঠেলে এসেছে বাচ্চা টি
যাদুকর চন্দ্রের দেখিতে খেলা
চলছে লুণ্ঠন ছিঁড়ে যায় জামার থলে
কোথাও বা হৃদপিণ্ড ও মেলে..।
আকাশে মেঘ নেই
রোদ উঠেছে-
নীলাকাশ ভারি সুন্দর
হৃদয় পথিক সে খুব দুরন্তর।