অনেকদিন পর এক টুকরো রোদের মত
তোমার ভালবাসার চিঠি,
আমার মেঘলা আকাশে
মন কেমনের খেলায় মাতে;
আমাকে একটা কাঁটা ঘুড়ির মতো,
এ ছাদ থেকে ও ছাদে
লাট খাওয়ায়, ঠোক্কর খেতে খেতে
আমার রক্তক্ষরণ অবিরত।
ভালবাসার প্রতীক্ষায় একটা গোটা জীবন,
সেতো অতি তুচ্ছ সময়কাল;
আবহমানের সঙ্গীত আমার গলায়
পবিত্র শিশির ধোয়া জলে;
গোলাপের সুগন্ধ মাখে,
আগামীকালের প্রতীক্ষায়।
ভালবাসার অপেক্ষায় শান্ত শীতল
আমার সকাল, মেঘ কেটে রোদ্দুর
সেতো শুধু তোমার হেসে ওঠার অপেক্ষায়,
ঝলমলে এক দিনের অনন্ত প্রতীক্ষায়।