জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা
প্রশ্ন গুলো ভাবিয়ে চলে সারাদিন,
আমার নিশ্চিত জীবনের ছন্দে,
দুরের, অনেক দুরের মানুষগুলোর ছায়া।
মিসাইলের ছবি, এত সিনেমার মত,
দুধ, সোনার দাম,
শেয়ার মার্কেটের পতন,
ব্যাস এটুকুই ?
যে ছেলেটা ভালবেসে ছিল,
ভাইরাল প্রেমিকার সাথে, শেষ চুম্বন,
যুদ্ধে জেতে হবে,
মানুষ চায়নি এটা, কাঁটাতারের দুই সীমান্তেই।
অতিমানবীয় শক্তি আর অহং উপস্থিত,
মামির অভিশাপ সঙ্গে নিয়ে।
নপুংসক পৃথিবীর শোক মিছিল,
ক্যামেরাটা সোজা করুন প্লিজ।
আরে এই দেখুন, যাঃ
মিয়ানমারে আর একটা ছেলে মরে গেল,
সুদানে আবার, আরে এতো আমার জানালায় বেয়োনেট,
বুটের শব্দ; আমাকে বাঁচান জাস্ট একবার।