তোমার জন্য একটা গোটা বিকেল
সমুদ্দুরের ঝোড়ো হাওয়া,
আর এক বুক অস্থির নোনা ভালবাসা,
সব হারিয়ে ফেলার ভয় নিয়ে প্রতীক্ষায়।
সরাইখানার পানীয়র মতই
বড্ড দামি তোমার চোখের পলক,
তোমার শহর বিকেল আর সন্ধ্যের
তফাত বোঝে না।
রাতপরীরা গল্প শোনাবে বলে
নেমে এসে থমকে দাঁড়ায়,
ওদের পোশাকে অন্ধকারের ছোঁয়া,
প্রাচীন শহরের রক্ষীরা পরিচয় চায়।
চকমকি পাথর জ্বেলে আর
জোনাকিদের সাথে নিয়ে
প্রেমিক প্রেমিকারা আলোকিত করে রাজপথ,
একটা গোটা রাজপথ জেগে থাকে
আজ শুধু তোমার প্রতীক্ষায়,
ভোরের আলোর স্নিগ্ধতা
আর শিউলির গন্ধে
তুমি ভালবাসা হয়ে একবার ধরা দাও।