আমি তোমাকে ভালবাসি,
শব্দ গুলো সেকেলে, একঘেয়ে
আর কখনো বড্ড বোকা বোকা,
তবু তার জন্য আমি একটা গোটা জীবন
রেখে গেলাম,
আমার পিছনে থাকল, আমার নিরুদ্দেশের ঠিকানা।
কবিরা লিখে চলেন সন্ধে তারার খোঁজে,
অন্যমনস্ক কোন নাট্যকার সৃষ্টি করেন
নতুন প্রেমের উপাখ্যান,
ক্লাস পালানো ছেলেটা, ধরে ফেলে মেয়েটার হাত।
অসম প্রেম,বৃষ্টির প্রচণ্ড রাতে,
বিদ্যুতের চমক ভুলে, চিনে নেয় শরীরের আহ্বান;
সাবালক প্রেম, সচকিত হয়,
সীমানার শেষে বাধা নিষেধের কাঁটাতারে।
পুরনো শব্দগুলো লেখা হয় নতুন করে,
কোন কবির অপ্রকাশিত সংকলনে,
ফিরে পায়, শব্দের আঘ্রাণ,
তোমার চোখের আলোয়, চুলের গন্ধে,
আবার বলে ফেলি
আমি তোমাকে ভালবাসি।