তোমার ছুঁয়ে যাওয়া অবজ্ঞা  
আমার ভালবাসার শব্দ গুলোকে,
আলা আঁধারির বোকামি থেকে
টেনে নামায় ফুটপাথের নিয়নের
সত্যি মিথ্যের সাদাকালোয়।
এ শহরের হাওয়াতে তোমার
শরীরের গন্ধ, উষ্ণতা আর অহংকার,
নিজেকে হারিয়ে আমি খুঁজে বেড়াই,
এক টুকরো চিরকুটে লেখা,
কোন মেয়ের হারানো স্বপ্নের হদিস।
এ শহরের ব্যস্ত জনপথ,
নাগরিক সাজসজ্জা আর কুচকাওয়াজের মাঝে
আমার সীমিত অবস্থান।
স্পট লাইটের আলো ঝলসে ওঠে
তুমি আবার শিরোনামে,
ম্যাগাজিনের রঙ্গিন প্রচ্ছদে তোমার
একাকি অবস্থান,
হাজার করতালির মাঝখানে
আমি আবার ঠিকানা হারানো
এক যাযাবর।