তোমার পাঠানো এক মুঠো জুঁই ফুলের গন্ধ
আজ ভোরের আলোর সাথে মিশে একাকার,
এক ভারি অলস সকাল ভুলিয়ে রাখে
কাল পর্যন্তর সব ব্যস্ততা।
প্রথম আলোর স্নিগ্ধতা, আড়াল করে
দেয়ালের ম্লান রং ।
বাতাসের সুগন্ধ আর ভোরের আলো,
এঁকে তোলে এক অলীক প্রেক্ষাপট।
জুঁই ফুলের সুবাস ছাপিয়ে তোমার চুলের গন্ধ,
প্রস্তুত আজ অনভিজ্ঞ শরীর, মন;
তোমার শাড়ীর মুঠোয় লুকনো ভালবাসা
জীবন্ত হয় নিমেষের কল্পনায়।
তোমার চোখের ভালবাসার আলো পথ দেখায়,
নিয়ে চলে অন্তিম ঠিকানায়,
যেখানে ভালবাসারা ঘুমিয়ে আছে,
জীয়ন কাঠির ছোঁয়ার প্রতীক্ষায়।