ভেঙ্গে যাওয়া টবের আড়ালে
বারান্দার পিটুনিয়াদের নিয়ে কাটানো
মুহূর্তগুলো মুখ লুকয়,
এক সম্পর্কের জ্যামিতির কাটাকুটিতে।
কুয়াশা মাখা ভোরের আলো
আর আলস্য ভরা চায়ের কাপ ভুলিয়ে,
মনে করায়, সেই রাতের আকাশ,
বড্ড কালো, ভয় ধরানো গম্ভীর।
অনুপস্থিতি জানান দেয়,
ফেলে যাওয়া কথার পিছনে,
সমান্তরাল মন খারাপের বিকেল;
অব্যক্ত অবষণ্ণ্য কিছু সময়।
শহরের বেড়ে চলা দূষণ, বৃষ্টির প্রতীক্ষায়;
আর তোমার ঘুরে দারানোর আশায়,
নিয়নের আলো চ্যালেঞ্জ জানায় রাত্রি কে,
জোনাকিরা জ্বলে ওঠে সহমর্মিতায়, তাঁরাদের সাথে।