ভালবাসায় কবির অধিকার,
ভাল ভাষায় কবির অধিকার।
ভালবাসতে জেনে, সব বাঁধা ছাড়িয়ে
সম অসম আর অসম্ভব পেরিয়ে,
তিনি আজ ভালবাসার কথা লিখছেন।
কবির কপালে, শ্বেত বিন্দু, নাকের নিচে
রক্তের ফোঁটা, পোশাকে দারিদ্রের অহংকার।
কবি ভালবাসতে জানেন, ভাল ভাষায় তাকে
ব্যক্ত করতে জানেন,
তবু তার অধরা অনেক কিছু,
কবি জানেন না ভালবাসবার নিয়ম আর
সামাজিক দায়,
অর্বাচীনের স্বার্থের প্রকাশ তার প্রেমে,
সামাজিক দায়িত্বহীন প্রলাপ,
কবি ভালবাসবার শুচিতায়,
ভালবাসবার আশার আলোয়
শব্দের মায়াজালে, নিজেকে লুকিয়ে,
প্রকাশ করেন, এক অসন্ভবের কবিতা,
প্রতিক্রিয়ায় লাল রক্তের ছোঁয়া,
অসম্ভব জান্তব, আলো আর আঁধারি তে
কবি লিখে চলেন,
এক অসম, প্রেমের উপাখ্যান।