আমার দিদি কে যেদিন
শ্বশুর বাড়ি থেকে বের করে করে দিয়েছিল;
সেদিন আমার ইস্কুল মাস্টার বাবার মুখে
কান্না ছিল, মান অপমান ছিলনা।
ওভারটাইমের বিলে ভুল করায়,
আমাকে  মালিক জানোয়ার বলেছে;
কতোটুকুই বা তফাত, তাঁত কলের ম্যানেজার আর  জানোয়ারে,
আমি মান অপমান গায়ে মাখি না।
আমার মা দশ হাজার টাকা ধার করেছিল,
কাকিমার থেকে, তারপর সে নিজেই অসুস্থ,
মারা গেল ধার রেখে, মান সন্মানের তোয়াক্কা না করে,
কাকারা টাকাটা চায়নি, হিসেব টা মনে রেখেছে।
আমরা প্রতিবার ভোটের লাইনে দাঁড়াই,
কখনো নাম থাকে, কখনো বা নয়,
ধর্ম আর জিরাফ নিয়ে ঘর করি,
মান অপমান আমাদের বন্ধক অনেক কাল।