ট্রাফিক সিগনালের আলোয়
দাড়িয়ে থাকা গাড়ীর মতো,
বিরক্তিকর রোজ্নামচার শহর
অভ্যস্ত্য জীবন, গতানুগতিক;
রূপকথা হয়ে ওঠে
তোমার রেখেযাওয়া পারফিউমে।
বসন্ত বাতাস, আনাগোনা করে
হাতের মুঠোয় আলাদীনের প্রদীপ।
স্ব্প্ন দেখা ভালবাসার দুই চোখ
নতুন করে প্রীথিবি দেখায়,
গাড় রাত্রির অন্ধকার আলোকিত
তোমার এক লহমার চাহনীতে,
এক নতুন ভোরের সূর্য
আমাদের প্রতীক্ষায়।
এ সবই স্বপ্ন
নাকি লুকিয়ে আছে,
না বোঝা অনেক কথায়
তোমার চোখের গভীরে,
বহু ভালবাসায় গড়ে তোলা
প্রেমের সাম্রাজ্যের সীমান্তে।