অহেতুক শব্দ গুলো
মাথার ভিতর জট পাকায়,
প্রকাশ্য হতে চায়
ছ্ন্দহীন ভালবাসার কবিতায়।
বড্ড এলোমেলো,তাত্পর্যহীন,
নয় পরিশীলিত চিন্তার ফসল।
তবু ভালবাসা ভরা থাকে
প্রতিটি শব্দের ব্যবহারে;
ভালবাসা ভরা থাকে প্রতিটি
দাড়ি, কমা আর কোলনে।
শরীর ছুঁয়ে যায়
মন খারাপের ভাল লাগায়,
শব্দরা সব মণ্ত্র পড়ে,
কবিতার পোশাক গায়ে,
জরিয়ে ধরে আশ্লেষে, আবেগে
ভালবাসার য্ন্ত্রণায় কাঁপে,
তীব্র থেকে তীব্রতর হয়,
এক সমুদ্র ভরা প্রেমে,
শব্দরা সব নীরব অবশেষে
সম্পন্ন এক কবিতার প্রশান্তিতে।