সারাটা সকাল আমার কেটেছে
তোমাকে নিয়ে।
তোমার ফেলে যাওয়া
নেলপালিশের ফাঁকা শিশি,
কবিতার বই, নতুন কেনা ডায়েরী
আর অর্ধেক লেখা একটা চিঠি,
সব পড়ে আছে,
তোমার ফিরে আসার অপেক্ষায়।


ঝুপ করে নেমে আসা সন্ধ্যের মতো
তোমার চলে যাওয়া,
একটা ভীষণ কালো রাত
আমাকে একা, বড় একা করে দেয়।
অভিমান জমে আছে আমারও কিছু
অনুভূতির শেষ সীমানায়,
আঘাত সামলে উঠে প্রত্যাঘাতের নেশায়
মশাল জ্বলে চোখে।


ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত
আমাদের ভালবাসার শেষ অধ্যায়,
এবার বরং অন্য কিছু ;
গোলাপ ফুলের পাঁপড়ির গন্ধে
লেখা হোক নতুন অধ্যায়;
তোমার ঘরে ফেরার সকাল,
আমার অনুতাপের অভ্যর্থনা
শুরু এক নতুন দিনের।