ভালবাসা দানা বেঁধেছিল,
কুয়াশায় ভরা ভোরে
ভালবাসা দানা বেঁধেছিল,
জ্যোত্স্না রাতের আঁধারে;
কখনো যেন চলে গেল
মায়াবী কনে দেখা আলোয়,
মাখামাখি এক বিকেলে
রাতজাগা পাখির তীব্র  শীত্কারে।
ভালবাসা যেন এক বিষন্ন বালকের
কাঁটা পড়া ঘুড়ি, লাট খায়
এ দেয়াল থেকে ও দেয়ালেতে।
আমার আজ কাল পড়শুর নামতায়
ভালবাসা শেষ দেখা দিয়েছিল,
খড়কুটো চাপা দেওয়া, ধূসর;
এক কবিতার খাতার লুকনো পাতায়,
অদ্ভুত এক প্রেমহীন কবিতায়।